ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

খালেদা জিয়া কী ভোট দিতে পারছেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০, ২৮ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না কারাবন্দিরা। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যেসব রাজনৈতিক ব্যক্তি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কারাগারে রয়েছেন তারা সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এমনকি কারাবন্দি সাধারণ ভোটাররাও একাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী গতকাল বৃহস্পতিবার জানান, কারাবন্দিদের জন্য ভোট দেয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি।

কার সূত্রে জানা গেছে, বর্তমানে কারাবন্দি ৮০ হাজারের কাছাকাছি। তার বেশিরভাগই ভোটার।

জানা যায়, এবারের নির্বাচনে বিএনপির ১৫ জন প্রার্থী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় বা বাড়ি থেকে অথবা অন্যস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। গত ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন তিনি।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত