ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

খালেদার মনোনয়ন বাতিলের রিট আদেশ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৬, ১০ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আদেশের জন্য আগামীকাল (মঙ্গলবার) ধার্য করেছে হাইকোর্ট। সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। 

এদিন খালেদা জিয়ার পক্ষের শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গতকাল শনিবার (৮ ডিসেম্বর) প্রার্থিতা বাতিল করা রিটার্নিং কর্তকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এদিন শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন মাহবুব তালুকদার। এর বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ জন। ফলে সংখ্যাগরিষ্ঠার ভিত্তিতে খালেদা জিয়ার আবেদন খারিজ হয়ে যায়।

গত ২ ডিসেম্বর সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে খালেদা জিয়ার বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত