ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

‘ক্রসফায়ারে’ পড়েও বেঁচে গেল তিন ডাকাত, ওসিসহ গুলিবিদ্ধ ৪

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪:৫৯, ১২ জুন ২০১৬   আপডেট: ০৫:০১, ১২ জুন ২০১৬

প্রতীকি চিত্র

প্রতীকি চিত্র

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় তিন ডাকাতসহ স্থানীয় থানার ওসি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার ভোররাত ৪টার দিকে গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান গুলিবিনিময়ের তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়া থানাধীন নামাপাড়া মসজিদের পাশে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের পাল্টা গুলিতে সজীব (২০), স্বপন (২০) ও মিলন (২৮) নামে তিনজন গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় ওসি মিজানুর ‘নিজেও বাঁ পায়ে গুলিবিদ্ধ’ হয়েছেন উল্লেখ করে জানান, বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি আছেন।

নিউজওয়ান২৪.কম/পিএন/এলটি

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত