ক্যারিয়ারে সেরা র্যাংকিংয়ে মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
ক্যারিয়ারের শুরুতে অসাধারণ বোলিং করে আলোচনায় ঝড় তুলেছিলেন মোস্তাফিুজর রহমান। এরপর ইনজুরির কারণে তার কাটারে ধার কমে যায়। বর্তমানে পুরোনো সেই ফর্মে ফিরেছেন কাটার মাস্টার।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে নতুন এবং পুরোনো বলে অসাধারণ কিছু ডেলিভারি দিয়েছেন দেশের অন্যতম সেরা এ পেস বোলার। সেই সুবাধে ওয়ানডে ক্যারিয়ারে সেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন মোস্তাফিজ।
এশিয়া কাপের ৫ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সেই পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র্যাংকিংয়েও। ওয়ানডে ক্রিকেটে বোলারদের তালিকায় ৪ ধাপ উন্নতি হয়েছে তার। বোলারদের তালিকায় ৬৫১ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন তিনি।
৭৯৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতীয় পেস বোলার যশপ্রিত বুমরাহ। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রশিদ খান। আফগান এ লেগ স্পিনার ৩৫৩ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানকে হটিয়ে অলরাউন্ডার হিসেবে শীর্ষে উঠে এসেছেন।
আর ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন ইনজুরিতে আক্রান্ত সাকিব। ৩৩৭ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার হিসেবে তিনে অবস্থান আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির।
এশিয়া কাপে অসাধারণ বোলিং করায় ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন ভারতীয় চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। বোলারদের তালিকায় ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
অন্যদিকে এশিয়া কাপে না খেলেও ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছেন বিরাট কোহলি। তবে দুই ধাপ এগিয়ে ৮৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৮১৮ পয়েন্ট নিয়ে তিনেই পড়ে আছেন জো রুট।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তামিম ইকবাল। দেশসেরা এ ওপেনার ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছেন। এশিয়া কাপে ব্যাট হাতে অসাধারণ খেলার সুবাদে ছয় ধাপ এগিয়ে ৭০২ পয়েন্ট নিয়ে ১৬তম পজিশনে উঠে এসেছেন মুশফিকুর রহিম।
নিউজওয়ান২৪/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল