কোন দলের হয়ে নির্বাচন করবেন লতিফ সিদ্দিকী?
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত দলের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে থেকে নির্বাচন করার কথা ভাবছেন। তবে কোন দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে অংশ নেয়ার কথা ভাবছেন তিনি।
বিষয়টি জানিয়েছেন লতিফ সিদ্দিকীর ভাতিজা মোশারফ হোসেন সিদ্দিকী।
তিনি জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালিহাতী থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র প্রার্থী হতে হলে এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থন মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়ার বিধান রয়েছে।
মোশারফ হোসেন সিদ্দিকী আরও জানান, আগামী রবিবার তিনি কালিহাতীতে এসে এ ব্যাপারে ঘোষণা দেবেন।
২০১৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে হজ, তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সম্পর্কে মন্তব্য করে সমালোচিত হন। পরবর্তীতে এ জন্য তাঁকে দল থেকে বহিষ্কার ও মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়।
সে সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তাঁর নামে দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মামলা হয়। দেশে ফিরে তিনি আত্মসমর্পণ করেন। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেন।
লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়। ২০১৭ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান হাসান ইমাম খান। পরে তিনি সাংসদ নির্বাচিত হন।
জানা গেছে, এবারের নির্বাচনে হাসান ইমাম খান এ আসন থেকে দলীয় মনোনয়ন পাচ্ছেন।
এছাড়া, এ আসন থেকে এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য লিয়াকত আলী এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান মনোনয়ন ফরম কিনেছেন।
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও