ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

কীসের লোভে রাজনীতিতে মাশরাফি?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ২৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা আইডল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

যে ব্যক্তি ১৮ বছর ১ টাকা ব্যাংক ইন্টারেস্ট নেয়নি, সে কিসের লোভে রাজনীতিতে আসবেন?

বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তার শীর্ষে সাকিব, তামিম, মুশফিক এর থেকে অনেক ওপরে রয়েছে এই কিংবদন্তি ক্রিকেটার। ছোটবেলা থেকেই সততার জীবন যাপন করেন মাশরাফি বিন মুর্তজা।

নিজ শহর নড়াইলে বিপদে-আপদে সবার পাশে দাঁড়ান মাশরাফি। শুধু নিজ শহর এই নয়, সহপাঠীদের অনেক বিপদে আপদে ও তাদের পাশে গিয়ে দাঁড়ান মাশরাফি। তবে সম্প্রতি সময়ে নানা সমালোচনার মুখে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নড়াইল ২ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা।

আর এই নির্বাচন নিয়ে এখনো মাশরাফিকে নিয়ে হচ্ছে নানা সমালোচনা। অনেকেই ভাবছেন টাকার জন্য ক্রিকেট ছেড়ে নির্বাচন করবেন মাশরাফি। কিন্তু মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা মনে করিয়ে দিলেন মাশরাফি সততা নিয়ে। তিনি তাদের ফেসবুক পেজে লেখেন, যে ব্যক্তি ১৮ বছর ১ টাকা ব্যাংক ইন্টারেস্ট নেয়নি, সে কিসের লোভে রাজনীতিতে আসবেন?

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

খেলা বিভাগের সর্বাধিক পঠিত