ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

কাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ৪ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। অন্যান্য আলোচনার সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ সোমবার প্রথম আলোকে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামীকাল বেলা আড়াইটায় সচিবালয়ে এ সাক্ষাৎ করবে।

সাক্ষাতের বিষয় সম্পর্কে জানতে চাইলে শায়রুল বলেন, নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সেখানেও কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা হয়।

গতকাল রোববার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হন খালেদা জিয়া। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। এরপর মির্জা ফখরুল অভিযোগ করেন, চিকিৎসকদের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত