ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ৮ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর করা আপিলের বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) সকালে তৃতীয় দিনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্তের কথা জানায়।

শুনানিতে জানানো হয়, কাদের সিদ্দিকীর মনোনয়ন যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত জানানো হবে। সম্প্রতি সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হওয়া কৃষক শ্রমিক জনতা লীগের এ নেতা টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল, সখিপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 

কিন্তু গত ২ ডিসেম্বর টাঙ্গাইলের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম যাচাই–বাছাইয়ের পর ঋণ খেলাপিসহ বিভিন্ন ত্রুটির কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত