করোনাভাইরাস-সহ কঠিন রোগ বালাই থেকে আশ্রয় প্রার্থনার দোয়া
আরাফ
দোয়াটি নিউজওয়ান২৪.কমের পাঠক-সহ সারা বিশ্বের সব মানুষের মঙ্গল কামনায় দেয়া হলো-ছবি: সংগৃহীত
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস থেকে আত্নরক্ষা বা আশ্রয় প্রার্থনার জন্য বেশি বেশি দরুদ ও নিম্নের দোয়াটি পড়তে থাকুন।
দোয়াটি নিউজওয়ান২৪.কমের পাঠক-সহ সারা বিশ্বের সব মানুষের মঙ্গল কামনায় দেয়া হলো-
আরবি :
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণ :
আল্লা হুম্মা ইননি আউযুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনূনি, ওয়াল জুযামি, অমিন সায়্যি ইল আসক্ব-ম।
অর্থ :
‘হে আল্লাহ! আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সর্ব প্রকার কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (সুনানে আবু দাউদ, হাদিস নম্বর: ১৫৫৪, তিরমিযী)।
করোনাভাইরাস প্রতিকারের কিছু পরামর্শ
করোনাভাইরাসের যেহেতু কোনো প্রতিষেধক নেই তাই প্রতিকারের প্রতিই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন পর্যায় ও ঘটনার প্রেক্ষিতে সতর্কতামূলক নানা পরামর্শ দিয়েছে আইইডিসিআর।
প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাস ঠেকাতে মানুষের মধ্যে সচেতনতা আনতে, পরিষ্কার-পরিচ্ছন্নতার সাধারণ নিয়ম অনুসরণের পাশাপাশি জনসমাগম ও সংস্পর্শ এড়িয়ে চলার মতো নানা পরামর্শ দিয়েছেন তারা।
এর মধ্যে রয়েছে-
•হাঁচি-কাশি দেয়ার সময় টিস্যু বা কাপড় ব্যবহার করা
•ব্যবহৃত টিস্যু সঠিকভাবে ঢাকনাযুক্ত বিনে ফেলা
•ব্যবহৃত কাপড় সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা
•নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলা
•অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা
•মাছ-মাংস, ডিম ভালো করে রান্না করে খাওয়া
•বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকা, খুব জরুরি না হলে না যাওয়া
•অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করা
•হাত মেলানো বা হ্যান্ডশেক না করা, কোলাকুলি না করা
•অসুস্থ হলে ঘরে থাকা, বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করা
•জনসমাগম এড়িয়ে চলা
•অসুস্থ কারো কাছ থেকে এক মিটার দূরত্ব বজায় রাখা
নিউজওয়ান২৪.কম/এমজেড
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’