ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

এরশাদ বনাম দশ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ১০ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে মহাজোট থেকে লড়াই করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আর তার বিপরীতে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন পিপলস পার্টির রিটা রহমান।  

যদিও বিএনপির তৃণমূলের কর্মীরা কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। 

রিটা রহমানের নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুসে উঠেছে রংপুরের বিএনপির নেতাকর্মীরা। রিটা রহমানকে প্রত্যাখ্যান করে গত শুক্রবার সন্ধ্যায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন রংপুর মহানগর ও জেলা বিএনপি।

তবে এ আসনে হুসাইন মুহাম্মদ এরশাদ সঙ্গে ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমানের প্রতিদ্বন্দ্বিতা ব্যাপকভাবে হবে না বলে একাধিক ভোটার জানান। এছাড়া এরশাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এই আসনে ভোটের মাঠে আছে আরো ৯ জন প্রার্থী।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত