ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

এবার ট্র্যাক্টর চালালেন ড্রিম গার্ল

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ৫ এপ্রিল ২০১৯  

একসময়ের বলিউড ড্রিম গার্ল হেমা মালিনী কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে এই তার শেষ নির্বাচন।

গত লোকসভা নির্বাচনে হেমা আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীকে পরাজিত করেছিলেন। এবারের নির্বাচনে তাকে হারানোর লক্ষ্যে তার বিরুদ্ধে ওই আসনে আরএলডি দাঁড় করিয়েছে নরেন্দ্র সিংকে এবং কংগ্রেস দাঁড় করিয়েছে মহেশ পাঠককে।  

এবারও উত্তর প্রদেশের মথুরা লোকসভা আসন থেকে বিজেপির হয়ে হেমা লড়ছেন।  

ভোটারদের মন জয় করতে একের থেকে আরেকজনে সম্ভব অসম্ভব সবকিছূই করছেন। এই দৌড়ে হেমা গত রবিবার পাকা গমের ক্ষেত্রে গিয়ে কৃষাণীদের সঙ্গে কাচি দিয়ে ফসল কেটে নজর কাড়েন সবার। সেই সদ্য ক্ষেত থেকে কাটা পাকা গম হাতে হেমার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছিল। এর মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন।  

এবার এক ফসলের ক্ষেত্রে ট্রাক্টর চালনারত অবস্থায় হেমার ছবি এসেছে মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে ট্রাক্টরের ড্রাইভিং সিটে হুইল হাতে হাসিমুখে বসে আছেন হেমা মালিনি।    

লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামী ১৮ এপ্রিল মথুরা আসনে ভোটগগ্রহণ হবে।