ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

এগিয়ে স্ত্রী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৯, ৩১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৩৮ হাজার ৭১৭ ভোট আর ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ১৬১ ভোট। সে হিসেবে স্বামীর চেয়ে আফরোজা আব্বাস ২০ হাজার ৪৪৪ ভোটে এগিয়ে রয়েছেন।

মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ঢাকা-৮ আসনের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন ১ লাখ ৩৯ হাজার ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া ঢাকা-৯ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আফরোজা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরী। তিনি ২ লাখ ২৪ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ দম্পতি অভিযোগ করেন, দলীয় নেতা-কর্মীদের মারধর ও কেন্দ্রে আসতে না দেয়া, এজেন্ট বের করে দেয়া, ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার প্রতিবাদে ভোট দেয়া থেকে নিজেদের বিরত রাখেন।

মির্জা আব্বাস আরো অভিযোগ করেন, ভীতিকর অবস্থা তৈরি করেছে ক্ষমতাসীনেরা। এই পরিস্থিতিতে নিজে ভোট দেয়ার কোনো মানে নেই। এ কারণে আমরা ভোট দেয়া থেকে বিরত আছি।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত