ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

একসময় ধোনিকে আউট করেছেন, এখন ক্ষেতে কামলা দেন!

প্রকাশিত: ১৬:০২, ৩১ মার্চ ২০১৯  

ক্ষেত থেকে কাটা গমের আঁটি হাতে কামরান, ইনসেটে শেন ওয়ার্নের সঙ্গে খেলার মাঠে      -ফাইল ফটো

ক্ষেত থেকে কাটা গমের আঁটি হাতে কামরান, ইনসেটে শেন ওয়ার্নের সঙ্গে খেলার মাঠে -ফাইল ফটো

কৃষক বেশভূষার এই যুবকটিই একসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। ক্রিকেটভক্তরা ছবিটি একটু খেয়াল করে দেখলেই বুঝে ফেলবেন- তার নাম কামরান খান। অস্ট্রেলীয় স্পিন যাদুকর শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলা কামরান খান এখন পুরোদস্তুর কৃষক।

শেন ওয়ার্নের অধীনে রাজস্থান রয়্যালসের জার্সিতে ২০০৯ সালে নিজের প্রথম আইপিএলেই সাড়া জাগিয়েছিলেন এই পেসার। তখনকার ভারতীয় ক্যাপ্টেন মারকুটে ব্যাটসম্যান এমএস ধোনির মেতা ক্রিকেটারদের উইকেট উপড়ে ফেলতেন অবহেলায়।এখন গম খেতে কাঁচি চালান পাকা গমের আঁটি কাটতে। 

তিনি ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতেন। বোলিং অ্যাকশন কিছুটা অদ্ভুত, ব্যতিক্রমী ছিল। তাকে ভবিষ্যতের তারকা পেসার বলে ভাবতেন স্বয়ং শেন ওয়ার্ন। ১৮ বছর বয়সী এই গতি তারকার জন্য জুতসই একটি ডাকনাম খোঁজার চেষ্টাও ছিল অজি গ্রেটের। কিন্তু কামরানের যেই ব্যতিক্রমী বোলিং অ্যাকশন ভক্তদের আনন্দ দিত, সেই বোলিং অ্যাকশন-ই অবৈধ ঘোষিত হয় একপর্যায়ে। এরপর ভাগ্যের পরিহাসে খেলার মাঠ থেকে পিছু হটতে হয় তাকে। এখন ফসলের মাঠে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে কামরানকে। 

প্রিয় খেলা ক্রিকেট ছেড়ে দিয়ে কামরান মাঠে কাজ করছেন- হতাশাজনক এই বিষয়টি জানার পর তা নিয়ে টুইটার পোস্টে দুঃখ প্রকাশ করেছেন ওয়ার্নি অর্থাৎ শেন ওয়ার্ন।

কামরান দুই বছর রাজস্থানের হয়ে খেলার পর ২০১১-তে পুনে ওয়ারিয়র্সের হয়েও মাঠে নেমেছিলেন। তবে পুনের হয়ে খেলার সময়-ই বোলিং অ্যাকশন সমস্যায় ফেলে দেয় এই বাঁহাতি পেসারকে। ফলে দল থেকে বাদ পড়ত হলো। আইপিএল থেকে ছিটকে গিয়ে কিছুদিন হায়দরাবাদের স্থানীয় ক্লাবে খেলেছিলেন। কিন্তু কামব্যাকটা আর হয়নি আইপএল বা অভিজাত স্তরে। বর্তমানে উত্তর প্রদেশের আজমগড়ের এই ক্রিকেটার চাষাবাদ করেন জীবিকা নির্বাহ করেন, তা-ও নিজের নয় ভাইয়ের খেতে। 
তবে নিজের ক্রিকেটার পরিচয়টা এখনও মুছে ফেলেননি। পেশায় কৃষক পরিচয় নিয়েও সকাল-সন্ধ্যায় ক্রিকেট অনুশীলন করেন বলে জানিয়েছেন কামরান।যদিও বাধ্য হয়ে ফসলের মাঠে মজদুরি করছেন পেটের দায়ে, তবে তার নিরব অভিব্যক্তি বলে- ভুলো না আমায়। প্রতিযোগিতামূলক ক্রিকেট মাঠে এখনও ফিরে আসার আশা রাখেন তিনি। 

আসলে খেলার মাঠের হিসাবটা খুবই নিষ্ঠুর আর সহজ। ফিট থেকে ভালো খেলতে পারলে অকাতরে আসে অর্থ, যশ, খ্যাতি— কিন্তু পারফরম্যান্সে ছন্দপতন হলেই খ্যাতি আর সাফল্যের শিখর থেকে পিছলে পড়ে যাওয়া ঠেকানো অসম্ভব প্রায়।বেশি দূর যেতে হবে না, ভারতীয় ক্রিকেটার কামরান খানের দিকে তাকালেই পরিষ্কার বোঝা যায় তা। 

একসময় বল হাতে আইপিএল মাতানো ১৮ বছর বয়সী টগবগে তরুণ কামরান ২৮ বছর বয়সী কৃষক- বাস্তবতা এটাই। ইউটিউব, লাইভহিন্দুস্থান, নিউজএক্সপ্রেস

নিউজওয়ান২৪.কম/এসএল
 

খেলা বিভাগের সর্বাধিক পঠিত