এইবারকে হারিয়ে ৩ নম্বরে ফিরল রিয়াল
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে এইবারকে ৩-০ গোলে পরাজিত করেছে জিনেদিন জিদানের দল।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে ফিরল রিয়াল। প্রথম ম্যাচে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে ওঠে আসে অ্যাটলেটিকো মাদ্রিদ। পরে এইবারকে হারিয়ে তিনে ফেরে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের ১৮তম মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। মার্কো আসেনসিওর ক্রস পাওলো অলিভিয়েরার গায়ে লেগে নিজেদের জালে আশ্রয় নিলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল।
১০ মিনিট পর আসেনসিওর গোলে জয়ের পথ তৈরি হয় রিয়াল মাদ্রিদ। ইসকোর পাস থেকে গোল করে স্কোরলাইন ২-০ করে ফেলে এই স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির আগে ও পরে গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন ইসকো ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সেই সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন দুজনই।
তবে সেটি ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি রিয়াল শিবিরে। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আট মিনিট আগে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন মার্সেলো। করিম বেনজেমার সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাস থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন মার্সেলো। ৯ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট এগিয়ে থেকে দুইয়ে ভ্যালেন্সিয়া। অন্যদিকে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৫। অ্যাটলেটিকো মাদ্রিদ ১৯ পয়েন্ট নিয়ে চারে এবং এইবার ৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রয়েছে।
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল