ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

ইভিএম চান আন্দালিব, ইসিকে চিঠি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। নিজের সংসদীয় আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে আবেদন করেছেন তিনি। এর জন্য প্রয়োজনে সকল খরচ তিনি নিজেও দিতে রাজি আছেন। 

গতকাল শুক্রবার সিইসি বরাবর তিনি এ আবেদন করেন। সেখানে আন্দালিব রহমান বলেন,  আমার নির্বাচনী এলাকা ভোলা-১ এর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। আবেদনের জবাব ২ ডিসেম্বরের মধ্যে দিতে অনুরোধ করে পার্থ বলেন, এই ইভিএম ব্যবহার এর জন্যে সরকারী নিয়ম অনুযায়ী খরচ বহন তিনি রাজি আছেন। 

আন্দালিব আরো বলেন, নির্বাচন কমিশন আপাতত ছয়টি আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করবে। যদিও আরো অনেক আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করার সক্ষমতা ও জনবল নির্বাচন কমিশনের রয়েছে। এ অবস্থায় আমার নির্বাচনী আসনে ইভিএম এ ভোট গ্রহণের জোর দাবী জানাচ্ছি। যদি ব্যালট পেপার চালু করতে সহকারী প্রিজাইডিং অফিসার এর আঙুলের ছাপে যেই ২৫ শতাংশ প্রক্রিয়াকরণকে কমিয়ে ৫ থেকে ১০ শতাংশে নিয়ে আসে তাহলে আরো স্বচ্ছতা আসবে।

আন্দালিভ রহমান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএম এর পক্ষে। সুতরাং ভোলা সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী নীতিগতভাবে এর বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। ২০ দলীয় জোট এবং  জাতীয় ঐক্যফ্রন্ট ইভিএম ব্যবহারের বিরুদ্ধে থাকা সত্ত্বেও ভোলার জনগনের দাবিকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে ভোলা সদর আসনে ইভিএম পদ্ধতির জন্য জোর অনুরোধ জানাচ্ছি। 
অন্যথায় এটা আমার এবং আমার নির্বাচনী আসন ভোলা-১ (সদর) এর জনগণের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত হবে যা কিনা বাংলাদেশের সংবিধানের ধারা ২৭ এর পরিপন্থী। যেখানে উল্লেখিত যে সকল নগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনে সমান আশ্রয় লাভের অধিকারী। এই পত্রের জবাব আগামী ২ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে দেয়ার অনুরোধ জানাচ্ছি। 

এদিকে সিইসি বরাবর আর একটি চিঠিতে আন্দালিব রহমান ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মোক্তার হোসেনকে প্রত্যাহার চেয়েছে। 

চিঠিতে ভোলার পুলিশ সুপারের বিরুদ্ধে সরকারি দলের প্রার্থীর পক্ষ নেয়া হয় বিভিন্ন অভিযোগ তোলা হয়। বলা হয় নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হোক। 

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত