ইনজামামের পুরস্কার নিয়ে সমালোচনার ঝড়
খেলা ডেস্ক
ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতায় প্রশংসায় ভাসছে পাকিস্তান ক্রিকেট দল। এমন কি রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে শিরোপাজয়ী দলের প্রতি খেলোয়াড়কে ১ কোটি রুপি করে পুরস্কার দেয়া হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী কোচিং স্টাফের সদস্যদের দেয়া হয়েছে ৫০ লাখ রুপি করে পুরস্কার। আর দলের নির্বাচকদের দেয়া হয়েছ ১০ লাখ রুপি করে। প্রধান নির্বাচক ইনজামাম উল হক ছাড়া বাকি নির্বাচকরা সেটা পেয়েছেন। কিন্তু ইনজিকে দেয়া হয়েছে ১ কোটি রুপি। অন্য নির্বাচকদেরে চেয়ে ১০ গুণ বেশি। আর এ বিষয়টির কঠোর সমালোচনা হচ্ছে।
নির্বাচক কমিটির সবাইকে ১০ লাখ রুপি করে দেয়া হলেও ইনজিকে কেন এক কোটি রুপি দেয়া হলো- তা নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় ও নির্বাচক। এই তালিকায় রয়েছেন সাবেক দুই প্রধান নির্বাচক মহসিন খান ও ইকবাল কাসিম। সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাসিম বলেন, ‘প্রধান কোচ ও অন্য স্টাফরা যেখানে ৫০ লাখ করে পাচ্ছেন সেখানে প্রধান নির্বাচককে এই বিপুল অর্থ দেয়ার কোনো মানে হয় না।
আবারও প্রধান নির্বাচক ও অন্যদের মাঝেও বৈষম্য করা হলো কেন?’ আরেক সাবেক প্রধান নির্বাচক মহসিন হাসান খান তো নির্বাচকদের পুরস্কার দেওয়ার কোনো কারণই দেখছেন না। বিশেষকরে যে নির্বাচকেরা ইংল্যান্ডেই যাননি, দলের অবস্থা কিংবা দল নির্বাচনে কোনো ভূমিকা রাখেননি। পুরো বিষয়কেই সন্দেহের চোখে দেখছেন তিনি।
বলেন, ‘দল ভালো করলে নির্বাচকদের আর্থিক পুরস্কার দেওয়া শুরু হলো কবে থেকে? এই অর্থ দলের উন্নয়ে কাজে লাগানো যেতো।’ এমনিতেই ইনজামামের বেতন নিয়ে আগ থেকেই অনেকের প্রশ্ন। তিনি ছাড়া অন্য নির্বাচকদের বেতন ৩ লাখ রুপি করে। আর প্রধান নির্বাচক ইনজির বেতন ১২ লাখ রুপি। ওই বিতর্কের সঙ্গে এবার নতুন বিতর্ক যোগ হলো।
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল