ইতালিতে ফুটবল মাঠে স্বেতাঙ্গবাদী ঘৃণার কদর্যতা
গতকাল (মঙ্গলবার) রাতে ইতালির বিশ্বখ্যাত ফুটবল লিগ ‘সেরি আ’ জুভেন্তাস বনাম ক্যাগলিয়ারি ম্যাচে স্বাগতিক দর্শকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন ইতালিয়ান ফরোয়ার্ড কেন। জুভেন্তাসের পক্ষে দুর্দান্ত এক গোল দিয়ে নিজস্ব কায়দায় উদযাপন করছিলেন আফ্রিকার আইভরিয়ান বংশোদ্ভূত নাগরিক টিনএজার ফুটবলার ময়েস কেন।
ইতালিতে জন্ম নেয়া কেনের বাবা-মা আইভরিয়ান। ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে রদ্রিগো বেন্তাকুরের বাড়িয়ে দেওয়া ক্রস থেকে দুর্দান্ত এক গোল করেন কেন। তারপর আনন্দের আতিশয্যে মাঠের দর্শকদের পেছনে রেখে নিজের দুই হাত ভাঁজ করে উদযাপন করেছিলেন। আর যায় কোথা! এমনিতে বর্ণবাদী হিসেবে কুখ্যাত কাইয়ারি সমর্থকরা বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা 'বু' বলে চিৎকার করতে থাকে কেনকে উদ্দেশ্য করে। ইতালিয়ান ফুটবলে বর্ণবাদী তিরস্কার হিসেবে ধরা হয় ‘বু’ শব্দটিকে।
দলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন না এদিন, ছিলেন না পাওলো দিবালাও। তাদের ছাড়াই সেরি আতে খোদ কাইয়ারির মাঠে তাদেরকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্তাস। এতে অন্যতম ভূমিকা রাখেন জুভেন্টাসের টিনএজার এই তারকা।
অপরদিকে, কেনের দেওয়া গোলের কিছু সময় পর জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি রাগান্বিত হয়ে ওঠেন কালো মানুষদের বিরুদ্ধে ক্যাগলিয়ারির সমর্থকদের অব্যাহত অসভ্যতায়। রেফারির কাছে প্রতিবাদ জানান তিনি। এমনকি মাঠ ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেন। এসময় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি শান্ত হলে আবারও খেলা শুরু হয়। গত বছর মাতুইদির সঙ্গে একই স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ করা হয়। তখন মাতুইদির অভিযোগের পরে ক্যাগলিয়ারি ক্লাব কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছিল।
ক্যাগলিয়ারির বিপক্ষের এই জয়ে ৩০ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপার খুব কাছে চলে এসেছে জুভেন্তাস। দ্বিতীয় স্থানে থাকা নাপোলি তাদের থেকে ১৮ পয়েন্ট পেছনে আছে।
হাঙ্গামাপূর্ণ ওই ম্যাচে ২২ মিনিটে কর্নার থেকে দারুণ এক গোল করে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন লিওনার্দো বুনোচ্চি। কেনের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় তুরিনের দলটির।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল