আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামালপুরের রাজাকার ইউসুফ আলী মারা গেছে
স্টাফ রিপোর্টার
এসএম ইউসুফ আলী রাজাকার -ফাইল ফটো
জামালপুরের এসএম ইউসুফ আলী রাজাকারের মৃত্যু হয়েছে হাসপাতালে। যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিল ইউসুফ।
গতকাল (বৃহস্পতিবার) রাত ৮টা ৫০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই রাজাকার কমান্ডারের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানায়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জামালপুরে মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল আমীনকে অপহরণ করে হত্যায় জড়িত ছিলেন ইউসুফ। অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছর ১৮ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮৫ বছর বয়সী এই রাজাকারকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন।
একই মামলায় অপর আসামিদের মধ্যে আশরাফ হোসেন, আব্দুল মান্নান ও আব্দুল বারীকে মৃত্যুদণ্ড এবং অ্যাডভোকেট শামসুল হক ওরফে ‘বদর ভাই’, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, আবুল হাশেম ও হারুনকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।
মামলায় দণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে কেবল শামসুল ও ইউসুফ কারাগারে ছিলেন। রায়ের বিরুদ্ধে তাদের আপিল সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে দণ্ডভোগরত ইউসুফের বার্ধক্যজনিত নানা জটিলতা ছিল।
জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে ইউসুফকে কারা হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলী একাত্তরে জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন। শহরের মধুপুর রোডের জিগাতলা এলাকার বাসিন্দা ইউসুফ জামায়াতের মনোনয়নে ১৯৭০ সালে এমএনএ নির্বাচন করে পরাজিত হয়। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ শুরু হলে রাজাকার বাহিনীতে যোগ দিয়ে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে তৎপর হয়ে ওঠে ইউসুফ।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- হায়রে পিশাচ মা!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ
- এলেমদার প্রতারক: মক্কেলদের চড়াতেন প্লেনে রাখতেন রেডিসনে