অ্যাপলের নতুন আইপ্যাড আসছে মাসের শেষে
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে জনপ্রিয় টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন পণ্য উন্মোচন উপলক্ষে ৩০ অক্টোবর নিউইয়র্কে একটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এ ইভেন্টেই মার্কিন প্রতিষ্ঠানটি তাদের নতুন আইপ্যাড ও ম্যাক কম্পিউটার উন্মোচন করবে।
এই বছরের জুলাইয়ের অ্যাপল পণ্যবিশ্লেষক মিং-চি কুও জানান, অ্যাপল ফেস আইডি সুবিধাসমৃদ্ধ ১১ ইঞ্চির নতুন অ্যাইপ্যাড আনবে। মার্কিন প্রতিষ্ঠানটি তাদের নতুন আইফোনগুলোয় একই ধরনের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেছে।
বর্তমানে অ্যাপল আইপ্যাড প্রো দুটি ভিন্ন আকারে পাওয়া যাচ্ছে। এর একটি ১০ দশমিক ৫ ইঞ্চি ও অন্যটি ১২ দশমিক ৯ ইঞ্চি। ধারণা করা হচ্ছে, অ্যাপল ১০ দশমিক ৫ ইঞ্চির মডেলটির বদলে আরেকটি আইফোন প্রো আনতে পারে।
গত আগস্টে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল নতুন ম্যাক মিনি প্রো ও সাশ্রয়ী মূল্যের রেটিনা ডিসপ্লেযুক্ত ম্যাকবুক আনতে পারে। ৩০ অক্টোবরের ইভেন্ট উপলক্ষে এরই মধ্যে গণমাধ্যমে নিমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, অ্যাপল ২০১০ সালে প্রথম আইপ্যাড উন্মোচন করে। ডিভাইসটি অ্যাপল ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিলো। তবে ল্যাপটপ ও বড়স্ক্রিনের ফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোয় আইপ্যাড বিক্রিতে কিছুটা মন্দা যাচ্ছে আপলের। তবে এবার তাদের এই আইপ্যাড নিয়ে অ্যাপল বেশ আশাবাদী।
নিউজওয়ান২৪/এমএস
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত