ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

অবকাশ শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ১৭ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মোট ১৪দিন সুপ্রিমকোর্টের শীতকালীন অবকাশ শুরু হচ্ছে। এই সময় কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তির জন্য বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

শনিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তবে অবকাশকালীন সময়ে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালন উপলক্ষে বিচারিক কাজ সংক্ষিপ্ত করে দুপুর ১২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি অবকাশকালীন সময়ে বিচারিক কাজ পরিচালনার জন্য বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এস এম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি মো.সেলিমের একক বেঞ্চ ফৌজদারি মামলা সংক্রান্ত বিষয়াদি দিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে।

এ ছাড়া বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. খশরুজ্জামানের একক বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে রিট সংক্রান্ত বিষয়াদির শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি কে এম কামরুল কাদেরের একক বেঞ্চে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়াদি, ব্যাংক, কোম্পানি সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি হবে।

এ ছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশান জাজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ২৪ ও ৩১ ডিসেম্বর বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত