ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

অন্য নারীকে সমর্থন নারীদের প্রকৃতিতে নেই: হিলারির হারে ম্যাডোনা

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০২:৪০, ৯ ডিসেম্বর ২০১৬

ট্রাম্প-ম্যাডোনা                  -ফাইল ফটো

ট্রাম্প-ম্যাডোনা -ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যখন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হয় তখন পপ সম্রাজ্ঞী ম্যাডোনার মনে হয়েছিল মার্কিন নারীরা তার সঙ্গে প্রতারণা করেছে।

‘লিভিং ফর লাভ’ অর্থাৎ ‘ভালবাসার জন্য বেঁচে আছি’সহ অসংখ্য জনপ্রিয়তাধন্য গানের শিল্পী, সাবেক পপ সম্রাজ্ঞী ম্যাডোনা মানতেই পারছেন না কী করে তার দেশের নারী ভোটাররা হিলারিকে বাদ দিয়ে ৭০ বছর বয়সী ব্যবসায়ী ট্রাম্পকে ভোট দিল!

ট্রাম্পের জিতে যাওয়ার সময়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ৫৮ বছর বয়সী ম্যাডোনা বলেন, মনে হচ্ছিল কেউ মারা গেলেন। যেন একের পর এক হৃদয়ভাঙ্গ্ আর প্রতারণার ঘটনা ঘটে চলছিল, এমন কারও বিচ্ছেদে যাকে আপনি সবচেয়ে বেশি ভালবাসেন।

সম্প্রতি বিলবোর্ড ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ম্যাডোনা আরও বলেন, প্রতিদিন সকালে আমার এই অনুভূতি-ই হয়। ঘুম থেকে জেগে আমি বলি, হায়রে, ডোনাল্ড ট্রাম্পতো এখনো দেশের প্রেসিডেন্ট! এবং এটা গত রাতে দেখা কোনো দুঃস্পপ্নও না! আমি অনুভব করি, নারীরা প্রতারণা করেছে আমাদেরকে। ট্রাম্পকে ভোট দেওয়া নারীদের অনুপাত অস্বাভাকি রকমের বেশি।

হিলারির হারে বিক্ষুব্ধ ম্যাডোনা আরও বলেন, নারীরা নারীদের ঘৃণা করে। আমি এখন তাই ভাবি। নিজে নারী হয়ে অন্য নারীকে সমর্থন করা নারীদের প্রকৃতিতে নেই। এটা খুবই দুঃখজনক। পুরুষরা একজন অপরজনকে রক্ষা করে আর নারীরা তাদের পুরুষটিকে এবং সন্তানদের রক্ষা করে। নারীরা হচ্ছে অন্তর্মুখী আর পুরুষরা অধিকমাত্রায় বহির্মুখী।

নারীদের হিলারিকে অকাতরে ভোট না দেওয়াটাকে তিনি দেখছেন এক ধনের ‘উপজাতীয়সুলভ অক্ষমতা’ হিসেবে যাতে নিজ শ্রেণির অন্য কাউকে নিজেদের শাসক বলে মানা যায় না।

ট্রাম্প জেতার পর থেকে ঠিকমতো ঘুমাতে পারছেন না উল্লেখ করে ম্যাডোনা আরও বলেন, আমরা ধর্ষণের শিকার হয়েছি। নিউজওয়ান২৪.কম/আরকে